টেক টেন্ড-সেটার ব্র্যান্ড শাওমি তাদের এমআই সিরিজের নতুন স্মার্টফোন ‘শাওমি এমআই ইলেভেন আলট্রা’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৮/১২ জিবি র্যাম ও ২৫৬/৫১২ জিবি রোমের ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এসএম ৮৩৫০ ® স্ন্যাপড্রাগন ৮৮৮ জি™ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।
শাওমি এমআই ইলেভেন আলট্রা স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১২.৫।
শাওমি এমআই ১১ আলট্রা ফোনে আছে ৬.৮১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার স্ক্রীন বডি রেশিও ৯১.৪ শতাংশ ও ৫১৫ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১৪৪০X৩২০০ পিক্সেলস।
ফোনটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে। এতে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা ও একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এতে ডুয়াল-এলইডি ডুয়াল-টোন ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা, ১.১ ইঞ্চি অ্যামোলেড সেলফি ডিসপ্লেসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ফোনে ২০ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে এইচডিআর, প্যানোরামাসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ এইটকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।
ফোনটিতে ৮/১২ গিগাবাইট র্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ২৫৬/৫১২ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।
‘শাওমি এমআই ইলেভেন আলট্রা’ তে লি-পো ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং, ৬৭ ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং, ১০ ওয়াটের রিজার্ভ ওয়্যারলেস চার্জিং, পাওয়ার ডেলিভারি ৩.০, কুইক চার্জ ৪+ এর সুবিধা রয়েছে।
স্মার্টফোনটি সিরামিক হোয়াইট, সিরামিক ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সুবিধা রয়েছে।
ব্যান্ড | শাওমি |
সিরিজ | এমআই |
মডেল | শাওমি এমআই ইলেভেন আলট্রা |
ডিসপ্লের ধরণ | অ্যামোলেড ডিসপ্লে |
ডিসপ্লের সাইজ | ৬.৮১ ইঞ্চি |
পিছনের ক্যামেরা | তিনটি ক্যামেরা; একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা+একটি ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা+একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা |
সামনের ক্যামেরা | একটি ক্যামেরা; একটি ২০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা |
প্রসেসর | কোয়ালকম এসএম ৮৩৫০ স্ন্যাপড্রাগন ৮৮৮ (৫ এনএম) চিপসেট, অক্টা-কোর (১x২.৮৪ গিগাহার্টজ ক্রিয়ো ৬৮০ এবং ৩x২.৪২ গিগাহার্টজ ক্রিয়ো ৬৮০ এবং ৪x১.৮০ গিগাহার্টজ ক্রিয়ো ৬৮০) সিপিইউ, অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ |
র্যাম | ৮/১২ গিগাবাইট |
ইন্টারনাল স্টোরেজ (রোম) | ২৫৬/৫১২ গিগাবাইট |
ব্যাটারি | লি-পো ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার |
কালার | সিরামিক হোয়াইট, সিরামিক ব্ল্যাক |
মূল্য | ১ লক্ষ ১৯ হাজার ৯৯০ টাকা |
আরও পড়ুনঃ
আমাদের আজকের প্রতিবেদনটি সাজেক ভ্যালিকে ঘিরে। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত, সাজেক ভ্যালি এর ইতিহাস, কেন…
আজকের পোস্টের মাধ্যমে আপনাদের সাথে বাংলাদেশ বেতার/রেডিও থেকে গুলশান ১ রুট সম্পর্কিত সকল তথ্য শেয়ার…
আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া ও সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন এবং খুজতেছেন। আজকের Uttara to…
উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া ও সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন এবং খুজতেছেন। আজকের Agargaon to…
প্রতিবেদনটি ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে সাজানো। আপনি…
প্রতিবেদনটি ফেনী স্টেশনের সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে সাজানো। আপনি যদি ফেনী থেকে…
This website uses cookies.