স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু ফোনের দাম ও স্পেসিফিকেশন – Samsung Galaxy A52
জনপ্রিয় টেক ব্র্যান্ড স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৪/৬/৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি রোমের ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
প্রসেসর
সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এসএম ৭১২৫ ® স্ন্যাপড্রাগন ৭২০ জি™ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।
অপারেটিং সিস্টেম
স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১, ওয়ান ইউআই ৩.১।
ডিসপ্লে
স্যামসাং গ্যালাক্সি এ ৫২ ফোনে আছে ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার স্ক্রীন বডি রেশিও ৮৪.১ শতাংশ ও ৪০৭ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১০৮০X২৪০০ পিক্সেলস।
ক্যামেরা
ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। এতে একটি ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআরসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ফোনে ৩২ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে এইচডিআরসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।
স্টোরেজ
ফোনটিতে ৪/৬/৮ গিগাবাইট র্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ১২৮/২৫৬ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।
ব্যাটারি
‘স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু’ তে লি-পো ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে।
অন্যান্য
স্মার্টফোনটি অসাম ব্ল্যাক, আসাম হোয়াইট, অসাম ভয়েট, অসাম ব্লু এই চার রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সুবিধা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু (Samsung Galaxy A52) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ
ব্যান্ড | স্যামসাং |
সিরিজ | গ্যালাক্সি |
মডেল | স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু |
ডিসপ্লের ধরণ | সুপার অ্যামোলেড ডিসপ্লে |
ডিসপ্লের সাইজ | ৬.৫ ইঞ্চি |
পিছনের ক্যামেরা | চারটি ক্যামেরা; একটি ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা+একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা+একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা+একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা |
সামনের ক্যামেরা | একটি ক্যামেরা; একটি ৩২ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা |
প্রসেসর | কোয়ালকম এসএম ৭১২৫ স্ন্যাপড্রাগন ৭২০ জি (৮ এনএম) চিপসেট, অক্টা-কোর (২x২.৩ গিগাহার্টজ ক্রিয়ো ৪৬৫ গোল্ড এবং ৬x১.৮ গিগাহার্টজ ক্রিয়ো ৪৬৫ সিলভার) সিপিইউ, অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ |
র্যাম | ৪/৬/৮ গিগাবাইট |
ইন্টারনাল স্টোরেজ (রোম) | ১২৮/২৫৬ গিগাবাইট |
ব্যাটারি | লি-পো ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার |
কালার | অসাম ব্ল্যাক, আসাম হোয়াইট, অসাম ভয়েট, অসাম ব্লু |
মূল্য | ৩৪ হাজার ৯৯০ টাকা (৬ জিবি+১২৮জিবি)
৩৬ হাজার ৯৯০ টাকা (৮ জিবি+১২৮জিবি) ৪৭ হাজার ৯৯০ টাকা (৮ জিবি+২৫৬জিবি) |
আরও পড়ুনঃ