শাওমি রেডমি নোট টেন প্রো ফোনের দাম ও স্পেসিফিকেশন – Xiaomi Redmi Note 10 Pro

টেক টেন্ড-সেটার ব্র্যান্ড শাওমি তাদের রেডমি সিরিজের নতুন স্মার্টফোন ‘শাওমি রেডমি নোট টেন প্রো’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৬/৮ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি রোমের ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

প্রসেসর

সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এসএম ৭১৫০ ® স্ন্যাপড্রাগন ৭৩২ জি™ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।

অপারেটিং সিস্টেম

শাওমি রেডমি নোট টেন প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১২।

ডিসপ্লে

শাওমি রেডমি নোট ১০ প্রো ফোনে আছে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার স্ক্রীন বডি রেশিও ৮৫.৬ শতাংশ ও ৩৯৫ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১০৮০X২৪০০ পিক্সেলস।

ক্যামেরা

ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। এতে একটি ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআরসহ বিভিন্ন ফিচার রয়েছে।

ফোনে ১৬ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে প্যানোরামাসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।

স্টোরেজ

ফোনটিতে ৬/৮ গিগাবাইট র‍্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ৬৪/১২৮ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।

ব্যাটারি

‘শাওমি রেডমি নোট টেন প্রো’ তে লি-পো ৫০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে।

অন্যান্য

স্মার্টফোনটি অনিক্স গ্রে, গ্লেসিয়ার ব্লু, গ্রেডিয়েন্ট ব্রোঞ্জ এই তিন রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (সাইড মাউন্ট), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সুবিধা রয়েছে।

শাওমি রেডমি নোট টেন প্রো (Xiaomi Redmi Note 10 Pro) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ

ব্যান্ড শাওমি
সিরিজ রেডমি
মডেল শাওমি রেডমি নোট টেন প্রো
ডিসপ্লের ধরণ অ্যামোলেড ডিসপ্লে
ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি
পিছনের ক্যামেরা চারটি ক্যামেরা; একটি ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা+একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা+একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা+একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা
সামনের ক্যামেরা একটি ক্যামেরা; একটি ১৬ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা
প্রসেসর কোয়ালকম এসএম ৭১৫০ স্ন্যাপড্রাগন ৭৩২ জি (৮ এনএম) চিপসেট, অক্টা-কোর (২x২.৩ গিগাহার্টজ ক্রিয়ো ৪৭০ গোল্ড এবং ৬x১.৮ গিগাহার্টজ ক্রিয়ো ৪৭০ সিলভার) সিপিইউ, অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ
র‌্যাম ৬/৮ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ (রোম) ৬৪/১২৮ গিগাবাইট
ব্যাটারি লি-পো ৫ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার
কালার অনিক্স গ্রে, গ্লেসিয়ার ব্লু, গ্রেডিয়েন্ট ব্রোঞ্জ
মূল্য ২৩ হাজার ৪৯০ টাকা (৬ জিবি+৬৪ জিবি)

২৫ হাজার ৯৯০ টাকা (৬ জিবি+১২৮ জিবি)

২৭ হাজার ৯৯০ টাকা (৮ জিবি+১২৮ জিবি)

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *