রিয়েলমি জিটি নিও ফোনের দাম ও স্পেসিফিকেশন – Realme GT Neo

চাইনিজ টেক-ট্রেন্ডসেটার স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের জিটি সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি জিটি নিও / রিয়েলমি জিটি ফাইভ জি’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রোমের ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

প্রসেসর

সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ® এমটি ৬৮৯৩ ডাইমেনসিটি ১২০০ ফাইভ জি™ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।

অপারেটিং সিস্টেম

রিয়েলমি জিটি নিও স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১, রিয়েলমি ইউ আই ২.০।

ডিসপ্লে

রিয়েলমি জিটি নিও ফোনে আছে ৬.৪৩ ইঞ্চির সুপার আমোলেড ডিসপ্লে। যার স্ক্রীন বডি রেশিও ৮৯.০ শতাংশ ও ৪০৯ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১০৮০X২৪০০ পিক্সেলস।

ক্যামেরা

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে একটি ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এতে ডুয়াল-এলইডি ডুয়াল-টোন ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামাসহ বিভিন্ন ফিচার রয়েছে।

ফোনে ১৬ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে এইচডিআর, প্যানোরামাসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।

স্টোরেজ

ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ১২৮ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।

ব্যাটারি

‘রিয়েলমি জিটি নিও’ তে লিপো ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য

স্মার্টফোনটি অররা এই এক রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সুবিধা রয়েছে।

রিয়েলমি জিটি নিও (Realme GT Neo) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ

ব্যান্ড রিয়েলমি
সিরিজ জিটি
মডেল রিয়েলমি জিটি নিও
ডিসপ্লের ধরণ সুপার আমোলেড ডিসপ্লে
ডিসপ্লের সাইজ ৬.৪৩ ইঞ্চি
পিছনের ক্যামেরা তিনটি ক্যামেরা; একটি ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা+একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা+একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা
সামনের ক্যামেরা একটি ক্যামেরা; একটি ১৬ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা
প্রসেসর মিডিয়াটেক এমটি ৬৮৯৩ ডাইমেনসিটি ১২০০ ফাইভ জি (৬ এনএম) চিপসেট, অক্টা-কোর (১x৩.০ গিগাহার্টজ কর্টেক্স-এ ৭৮ এবং ৩x২.৬ গিগাহার্টজ কর্টেক্স-এ ৭৮ এবং ৪x২.০ গিগাহার্টজ কর্টেক্স-এ ৫৫) সিপিইউ, মালি-জি ৭৭ এমসি ৯ জিপিইউ
র‌্যাম ৮ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ (রোম) ১২৮ গিগাবাইট
ব্যাটারি লি-পো ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার
কালার অররা
মূল্য

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *