আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া ও সময়সূচী

আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া ও সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন এবং খুজতেছেন। আজকের Uttara to Agargaon Metrorail Ticket Price & Schedule আর্টিকেলটি আপনার জন্য।

২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশে প্রথম মেট্রোরেলের প্রচলন শুরু হলো। মেট্রো রেলে যানজট এড়িয়ে দ্রুত আপনার গন্তব্যে পৌছাতে সাহায্য করবে।

মেট্রোরেলের সিরিজের পোষ্টে আমরা আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া, আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের সময়সূচী, উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের টিকিটের মূল্য ও টিকিট ক্রয়ের পদ্ধতি সম্পর্কে ধারাবাহিক ভাবে জানানোর চেষ্টা করবো। তাই আর্টিকেলটি ভালোভাবে পড়ুন এবং উত্তরা থেকে আগারগাঁও রুটের মেট্রোরেল সম্পর্কে বিস্তারিতভাবে জানুন।

আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেল রুট

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাংলাদেশের মেট্রোরেলের প্রথম রুট হিসেবে আগারগাঁও থেকে উত্তরা – উত্তরা থেকে আগারগাঁও রুট চালু করে। এই রুটের দূরত্ব ১২ কিলোমিটার । এই রুটে কয়েকটি স্টেশনে মেট্রো রেল দাঁড়াবে এবং যাত্রীরা উঠা নামা করবে। স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। উত্তরা থেকে আগারগাঁও পৌছাতে সময় লাগবে সর্বোচ্চ ১১ মিনিট।

আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া

বাংলাদেশ সরকার মেট্রো রেলের প্রতি কিলোমিটারের জন্য ৫ টাকা ভাড়া নির্ধারণ করেছে। অর্থাৎ আগারগাঁও থেকে উত্তরা যেতে আপনাকে ৬০ টাকা ব্যয় করতে হবে। নিচে সকল ষ্টেশনের ভাড়ার তালিকা যুক্ত করা হলোঃ

রুটের নাম টিকিটের মূল্য/ভাড়া
আগারগাঁও থেকে শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও থেকে কাজীপাড়া ২০ টাকা
আগারগাঁও থেকে মিরপুর-১০ ৩০ টাকা
আগারগাঁও থেকে মিরপুর-১১ ৩০ টাকা
আগারগাঁও থেকে পল্লবী ৪০ টাকা
আগারগাঁও থেকে উত্তরা দক্ষিণ ৪০ টাকা
আগারগাঁও থেকে উত্তরা সেন্টার ৫০ টাকা
আগারগাঁও থেকে উত্তরা উত্তর ৬০ টাকা

নিম্নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকাশিত ভাড়ার তালিকা যুক্ত করা হলোঃ

উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া

আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের টিকেট

মেট্রো রেলের টিকেট ও পাস একক যাত্রার টিকেট/কার্ড ও এমআরটি পাস/র‌্যাপিড পাস এই দুই ক্যাটাগরির করা হয়েছে। নিচে ধরণ গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলোঃ

একক যাত্রার টিকেট/কার্ড

  • শুধুমাত্র ক্রয়ের তারিখে একবারের জন্য ব্যবহারযোগ্য;
  • প্রবেশ গেইটে টিকেটটি স্পর্শ করার পর সর্বোচ্চ ১০০ মিনিট কার্যকর থাকবে;
  • অনুমোদিত দূরত্ব বা সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত ভাড়া প্রযোজ্য হবে;
  • টিকেট ভেন্ডিং মেশিন থেকে একবারে সর্বোচ্চ ০৫টি টিকেট ক্রয় করা যাবে;
  • হ্রাসকৃত মূল্যে ক্রয়কৃত টিকেট কোনোক্রমেই হস্তান্তরযোগ্য নয়;
  • প্রস্থানের সময় টিকেটটি অবশ্যই বহির্গমন গেটের স্লট এ প্রবেশ করাতে হবে;
  • টিকেটটি কোনো অবস্থাতেই স্টেশনের বাহিরে নেয়া যাবে না;
  • স্টেশনের বাহিরে একক যাত্রার টিকেট বহন করা দন্ডনীয় অপরাধ; এবং ক্রয়ের তারিখে অব্যবহৃত টিকেট কাউন্টারে জমা দিয়ে টাকা ফেরত নেয়া যাবে।

এমআরটি পাস/র‌্যাপিড পাস

  • একাধিকবার ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে;
  • একটি পাসে প্রতিবার শুধুমাত্র একজন ভ্রমণ করতে পারবেন;
  • ১০০ টাকা বা তার গুণিতকে সর্বোচ্চ ১০,০০০ (দশ হাজার) টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে;
  • টিকেট অফিস মেশিন অথবা টিকেট ভেন্ডিং মেশিন থেকে পাস রিচার্জ করা যাবে; এবং প্রতিটি পাসের মূল্য ৪০০ (চারশত) টাকা। জামানত ২০০ (দুইশত) টাকা (ফেরতযোগ্য) এবং ব্যবহার্য ২০০ (দুইশত) টাকা;
  • বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ নির্ধারিত কাউন্টার থেকে একক যাত্রার টিকেট ও পাস ক্রয় এবং পাস রিচার্জ করতে পারবেন।

আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের টিকেট ক্রয়ের সময় সূচী

একক যাত্রার জন্য সকাল ০৭.৪৫ মিনিট থেকে দুপুর ১১.৩০ মিনিট পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন। MRT Pass দুই ধাপে বা দিনের দুই সময়ে ক্রয় করতে পারবেন। সকাল ০৭.৪৫ মিনিট থেকে দুপুর ১১.৩০ মিনিট পর্যন্ত এবং বিকাল ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত।

টিকেট ক্রয়ে ছাড়

  • যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন;
  • যাত্রীগণ এমআরটি পাস/র‌্যাপিড পাস ব্যবহার করে প্রতি যাত্রায় ১০% ছাড় পাবেন;
  • ৯০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার শিশু অভিভাবকের সঙ্গে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে; এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রার টিকেটে ১৫% ছাড় পাবেন।

টিকেট ফেরত

  • নিবন্ধিত পাস হারিয়ে বা নষ্ট হয়ে গেলে পুনরায় ২০০ (দুইশত) টাকা জামানত দিয়ে নতুন পাস সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে নতুন পাসে স্বয়ংক্রিয়ভাবে পূর্বের পাসের অব্যয়িত অর্থ স্থানান্তরিত হবে;
  • অনিবন্ধিত পাসের ক্ষেত্রে ফেরত প্রযোজ্য নয়।
  • নিবন্ধিত ও ব্যবহারযোগ্য পাস টিকেট কাউন্টারে ফেরত দিয়ে জামানত এবং অব্যয়িত অর্থ ফেরত পাওয়া যাবে। এই ক্ষেত্রে প্রক্রিয়াকরণ চার্জ প্রযোজ্য হবে।

জরিমানা (বিনা টিকেট/পাসে মেট্রো ট্রেনে ভ্রমণ)

পেইড এরিয়ায় (চধরফ অৎবধ) এবং মেট্রো ট্রেনে টিকেট/পাস ছাড়া কোনো যাত্রী পাওয়া গেলে সর্বোচ্চ ভাড়া ও জরিমানা আদায় করা হবে।

আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের সময়সূচী

উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন এবং আগারগাঁও স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনে সরাসরি সকাল ০৮.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর যাতায়াত করা যাবে। ট্রেনগুলির সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *