দ্য বিগ বুল (The Big Bull)

এই আর্টিকেলে দ্য বিগ বুল সিনেমার  অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, বাজেট, মুক্তির তারিখ, বক্স অফিস কালেকশন, গান, ছবি, ট্রেইলার, রেটিং, রিভিউ, প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।

দ্য বিগ বুল (The Big Bull) সিনেমার মূখ্য চরিত্রে অভিনয় করছেন ভারতেন অন্যতম জনপ্রিয় ও ধুমখ্যাত অভিনেতা অভিষেক বচ্চন। চলচ্চিত্র নির্মাতা কুকি গুলাটি সিনেমাটির পরিচালনা করেছেন। এছাড়া সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অজয় দেবগন, আনন্দ পণ্ডিত, বিকান্ত শর্মা, কুমার মাঙাত পাঠক তাদের প্রযোজনা কোম্পানি অজয় দেবগন ফিল্মস ও আনন্দ পণ্ডিত মোশন পিকচারস এর ব্যানারে। দ্য বিগ বুল হিন্দি সিনেমা (The Big Bull Hindi Movie) সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।

দ্য বিগ বুল (২০১০)

  • মুভির নাম: দ্য বিগ বুল
  • বিভাগ: বায়োগ্রাফি, ক্রাইম, ড্রামা
  • পরিচালনায়: কুকি গুলাটি
  • অভিনয়ে: অভিষেক বচ্চন, নিকিতা দত্ত, ইলিয়ানা ডি ক্রুজ
  • প্রযোজনায়: অজয় দেবগন ফিল্মস ও আনন্দ পণ্ডিত মোশন পিকচারস
  • পরিবেশনায়: ডিজনি + হটস্টার
  • কাহিনী বিন্যাসে: অর্জুন ধাওয়ান, কুকি গুলাটি
  • সংলাপ: রিতেশ শাহ
  • চিত্রনাট্যে: অর্জুন ধাওয়ান, কুকি গুলাটি
  • দেশ: ভারত
  • ভাষা: হিন্দি

মুভির কলাকুশলী

  • পরিচালক: কুকি গুলাটি
  • চিত্রনাট্যকার: অর্জুন ধাওয়ান, কুকি গুলাটি
  • কাহিনীকার: অর্জুন ধাওয়ান, কুকি গুলাটি
  • সংলাপ: রিতেশ শাহ
  • চলচ্চিত্র প্রযোজক: অজয় দেবগন, আনন্দ পণ্ডিত, বিকান্ত শর্মা, কুমার মাঙাত পাঠক
  • চিত্রগ্রাহক: বিষ্ণু রাও
  • সম্পাদক: ধর্মেন্দ্র শর্মা
  • সঙ্গীত পরিচালক: সন্দীপ শিরোদকর

মুভির অভিনয় শিল্পী

  • অভিষেক বচ্চন – হেমন্ত শাহ
  • নিকিতা দত্ত – হেমন্ত শাহের স্ত্রী প্রিয়া শাহ
  • ইলিয়ানা ডি ক্রুজ – নিউজ রিপোর্টার
  • সুমিত ভ্যাটস
  • মহেশ মনজরেকার
  • রাম কাপুর – হেমন্ত শাহের বাবা
  • সোহুম শাহ – হেমন্ত শাহের ভাই বীরেন শাহ
  • লেখা প্রজাপতি – তারা
  • সঞ্জীব পান্ডে
  • সৌরভ শুক্লা
  • সমীর সোনি

এছাড়া অন্যান্য চরিত্রে আরও অনেকে অভিনয় করেছেন।

গল্প

দ্য বিগ বুল চলচ্চিত্রটির কাহিনী ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দশ বছরে ভারতের আর্থিক অপরাধে জড়িত স্টকব্রোকার হর্ষাদ মেহতার জীবন অবলম্বনে নির্মিত।।

প্লটঃ ভারতের স্টকব্রোকার হর্ষাদ মেহতার জীবণের গল্প ও শেয়ার বাজারকে নিজের আয়ত্তে আনার প্রচেষ্টায় আর্থিক অপরাধমূলক কর্মকান্ডের বহিঃপ্রকাশ।

কোম্পানির ক্রেডিট

  • প্রযোজনা কোম্পানি: অজয় দেবগন ফিল্মস ও আনন্দ পণ্ডিত মোশন পিকচারস
  • পরিবেশনা কোম্পানি: ডিজনি + হটস্টার

গান

টাইটেল ট্র্যাক

দ্য বিগ বুল হিন্দী সিনেমার মিউজিক্যাল পার্টনার জি মিউজিক কোম্পানী, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে টাইটেল ট্র্যাক সিনেমার গান ‘বিগ বুল টাইটেল ট্র্যাক’ প্রকাশ করেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্যারিমিনাতি (অজয় নগর)। ক্যারিমিনাতি (অজয় নগর) এর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উইলি ফ্রেঞ্জি।

গানের ক্রেডিটঃ
  • গান: বিগ বুল – টাইটেল ট্র্যাক
  • গায়ক: ক্যারিমিনাতি (অজয় নগর)
  • গীতিকার: ক্যারিমিনাতি (অজয় নগর)
  • সুরকার: উইলি ফ্রেঞ্জি
  • সঙ্গীত পরিচালক: উইলি ফ্রেঞ্জি
  • ব্যানার: জি মিউজিক কোম্পানী

মুভি প্রোডাকশন

  • ফিল্ম ইন্ডাস্ট্রি: বলিউড
  • ধরণ: বায়োগ্রাফি, ক্রাইম, ড্রামা
  • দেশ: ভারত
  • ভাষা: হিন্দী

শুটিং

দ্য বিগ বুল সিনেমার শুটিং শুরু হয় ১৬ সেপ্টেম্বর ২০১৯।

শুটিং লোকেশন ও সময়কাল

  • ভারত

ট্রেইলার

গত ১৯ মার্চ ২০২১ দ্য বিগ বুল হিন্দী সিনেমার স্টিমিং ও পরিবেশক কোম্পানী ডিজনিপ্লাস হটস্টার, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডিজনিপ্লাস হটস্টার ভিআইপি থেকে দ্য বিগ বুল সিনেমার অফিশিয়াল ট্রেইলার প্রকাশ করেন।

মুক্তির তারিখ

মুভিটি থিয়েটারে মুক্তি পাবে না এবং আগামী ০৮ এপ্রিল ২০২১ এ জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হটস্টার থেকে স্টিমিং করা হবে।

 

অন্যান্য তথ্য

চলচ্চিত্রটির ১৯৯২ সালের ভারতীয় সিকিওরিটিজে কেলেঙ্কারিতে জড়িত কুখ্যাত স্টকব্রোকার হর্ষদ মেহতার জীবন অবলম্বনে নির্মিত হয়েছে।

মুভি রিভিউ

দ্য বিগ বুল মুভির রিভিউ পড়তে নিচের প্রদত্ত লিংকে ক্লিক করুণ এবং চাইলেই আপনিও আমাদের লিখে পাঠাতে পারেন আপনার প্রিয় মুভির রিভিউ।

দ্য বিগ বুল মুভি রিভিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *