স্পোটিফাই অ্যাপস ডাউনলোড – Spotify
স্পোটিফাই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট ও মিউজিক প্লেয়িং অ্যাপ। আন্ডোয়েড, আই ও এস ও পিসি উইজার সবাই কম বেশী এই অ্যাপসটি পছন্দ করছে এবং খেলছে। বিশেষ করে তরুণরা অ্যাপস টি অনেক বেশী পছন্দ করছে৷ তাইতো ২৮ এমবির এই অ্যাপসটি ৫০০ মিলিয়নের বেশী ইউজার ডাইনলোড করেছে এবং তাতে ২১ মিলিয়নের বেশী রিভিউ রয়েছে।
স্পোটিফাই এলটিডি একাউন্ট থেকে অ্যাপটি প্রকাশ করা হয়েছে। এছাড়া অ্যাপটিতে অনেক ধরনের সুবিধা রয়েছে, নিচে ফিচারসহ সকল বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
ফিচারস
স্পটিফাই মোবাইল ব্যবহারকারীগণ ফ্রীতে ব্যবহার করতে পারে। এই অ্যাপস ব্যবহার করে আপনার পছন্দের গান ও পডকাস্ট শুনতে পারবেন। আপনার পছন্দের পডকাস্ট সার্চ করতে পারবেন। আপনার পছন্দের গান ও শিল্পীকে খুজে তার গান শুনতে পারবেন। অপরদিকে আপনার পছন্দের গানগুলি ডাইনলোড করে অফলাইনে শুনতে পারবেন। আবার আপনার পছন্দমত প্লেলিস্ট ও মিক্স তৈরি করতে পারবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবেন। এছাড়া প্রিমিয়াম ভার্সনে অ্যাড ফ্রি ও এইচডি গান শুনতে পারবেন।