রকেট বহুল ব্যবহৃত অর্থ আদান-প্রদানকারী অ্যাপস। এটির সাহায্যে আপনি খুব সহজেই টাকা লেনদেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করুন, ইউটিলিটি এবং অন্যান্য বিল বাড়ি থেকে পরিশোধ করতে পারবেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা কমবেশি সকলেই এই অ্যাপের সঙ্গে পরিচিত। অনেকে টাকা লেনদেন করার জন্য রকেট অ্যাপস ব্যবহার করতে ভালবাসেন।
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠানের একাউন্ট থেকে অ্যাপটি প্রকাশ করা হয়েছে। এছাড়া অ্যাপটিতে অনেক ধরনের সুবিধা রয়েছে, নিচে ফিচারসহ সকল বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
ফিচারস
- রকেট একাউন্ট রেজিস্ট্রেশন
- ক্যাশ ইন
- ক্যাশ আউট
- টপ আপ
- বিল পে
- মার্সেন্ট পে
- ফান্ড টান্সফার টু এনি রকেট একাউন্ট (পিটুপি)
- ফান্ড টান্সফার টু/ফ্রম হিজ ওউন লিংকড ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কোর ব্যাংকিং একাউন্ট
- ব্যালেন্স
- স্টেটম্যান্ট
- একাউন্ট
- অন্যান্য সার্ভিস
Discussion about this post