রিয়েলমি সি টু ফোনের দাম ও স্পেসিফিকেশন

টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ড রিয়েলমি ‘এন্ট্রি লেভেল ভেলু কিং’ ট্যাগলাইনে সি সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি টু’ বাংলাদেশের বাজারে নিয়ে এনেছে। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মাত্র ৮ হাজার ৯৯০ টাকায় (২/৩২)।

প্রসেসর

টেক ট্রেন্ডি তরুণরা পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, গেমিং কিংবা পছন্দের সিনেমা দেখতে স্মার্টফোনের ওপর নির্ভরশীল। এ সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। স্মার্টফোনটিতে ব্যবহার হয়েছে ১২ ন্যনোমিটারের শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি২২ মডেলের চিপসেট এবং ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর।

ডিসপ্লে

রিয়েলমি সি ২-তে আছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, ফোনটির ৮৯.৩৫ শতাংশই স্ক্রিন। এই ডিসপ্লে গরিলা গ্লাস ৩ দিয়ে সুরক্ষিত।

ক্যামেরা

রিয়েলমি সিটু এর পেছনে এআই ডুয়াল ক্যামেরা সেটাপে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) ও একটি ২ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ক্যামেরা রয়েছে।

সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ট্রেন্ডসেটিং টেকনোলজির রিয়েলমি সি২ স্মার্টফোনে ১০৮০ রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারে।

স্টোরেজ

ফোনটিতে ২/৩ গিগাবাইট র‍্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ১৬/৩২ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।

ব্যাটারি

রিয়েলমি ফাইভ আই-তে রয়েছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি।

অন্যান্য

এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই। স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধাও রয়েছে। ‘ডায়মন্ড কাট ডিজাইনের’ রিয়েলমি সি টু ফোনটি ডায়মন্ড ব্লু এবং ডায়মন্ড ব্লাক এ দুই রঙে পাওয়া যাচ্ছে।

রিয়েলমি ফাইভ আই (Realme 5i) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ

ব্যান্ড রিয়েলমি
সিরিজ সি
মডেল রিয়েলমি সি টু
ডিসপ্লের ধরণ এইচডি প্লাস ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, গরিলা গ্লাস ৩
ডিসপ্লের সাইজ ৬.১ ইঞ্চি (৮৯.৩৫ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত)
পিছনের ক্যামেরা এআই ডুয়াল, ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) ও একটি ২ মেগাপিক্সেল (ডেপথ সেন্সর)
সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল
প্রসেসর ১২ ন্যনোমিটারের শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি২২ মডেলের চিপসেট এবং ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর
র‌্যাম ২/৩ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ (রোম) ১৬/৩২ গিগাবাইট
ব্যাটারি ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার
কালার ডায়মন্ড ব্লু এবং ডায়মন্ড ব্লাক
মূল্য ১২ হাজার ৯৯০ টাকা (২/৩২)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *