রিয়েলমি ৬ ফোনের দাম ও স্পেসিফিকেশন
বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে নতুন ফোন রিয়েলমি ৬। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মাত্র ২২ হাজার ৯৯০ টাকা থেকে।
তরুণদের ট্রেন্ডসেটিং লাইফস্টাইলকে আরো সমুন্নত করতে লঞ্চ করা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ও চমৎকার ডিসপ্লের রিয়েলমি সিক্স। রিয়েলমি সিক্সে ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ৯০.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতে স্মার্টফোনটিতে আছে ৬.৫-ইঞ্চি এফএইচডি+ আলট্রা স্মুথ ডিসপ্লে, যাতে গেমিং ও ভিডিও কন্টেন্ট দেখায় দিবে আনন্দময় অভিজ্ঞতা।
রিয়েলমি সিক্সে এআই কোয়াড ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেলের (এফ/১.৮) মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ৪ সিএম মাইক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে চমৎকার সব সেলফি। সুপার নাইটস্কেপ মোডে বড় অ্যাপারচার ব্যবহার করে দারুণ ডিটেইলের লো লাইট কন্ডিশনের ছবি তোলা যাবে। এছাড়াও ক্যামেরায় আছে এআই বিউটিফিকেশন, প্যানোসেলফি, প্যানোরোমিক ভিউ, এইচডিআর, ক্রোমাবুস্ট, টাইম-ল্যাপ্স, পোর্ট্রেট মোড, আলট্রা ম্যাক্রো মোড এবং ৪কে ভিডিও রেকর্ডিং-এর সুবিধা।
রিয়েলমি সিক্সে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৯০ টি প্রসেসর ও ৪/৬/৮ গিগাবাইট র্যাম, ফলে স্মার্টফোনটি সর্বোচ্চ ২.৫ গিগাহার্টজ গতিতে কাজ করবে। আছে ৬৪/১২৮/২৫৬ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। কমেট ব্লু ও কমেট হোয়াইট এ দুটি সুন্দর রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটিতে থাকছে ৯০ হার্জ ডিসপ্লে। এটিই প্রথম ফোন যা বাজেট লাইনআপের ফোনেও ৯০ হার্জ সাপোর্ট করে। এছাড়া এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যা ফোনটির একটি কি ফিচার। সাথে থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা, যা দিয়ে আপনি ৬০ মিনিটে ১০০% চার্জ করতে পারবেন।
রিয়েলমি ৬ (Realme 6) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ
ব্যান্ড | রিয়েলমি |
সিরিজ | রিয়েলমি |
মডেল | রিয়েলমি ৬ |
ডিসপ্লের ধরণ | এফএইচডি+ আলট্রা স্মুথ ডিসপ্লে |
ডিসপ্লের সাইজ | ৬.৫-ইঞ্চি (৯০.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত) |
পিছনের ক্যামেরা | ৬৪ মেগাপিক্সেলের (এফ/১.৮) মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর মাইক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্র পোর্ট্রেট লেন্স |
সামনের ক্যামেরা | ১৬ মেগাপিক্সেল |
প্রসেসর | মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৯০ টি প্রসেসর, ফলে স্মার্টফোনটি সর্বোচ্চ ২.৫ গিগাহার্টজ গতিতে কাজ করবে |
র্যাম | ৪/৬/৮ গিগাবাইট |
ইন্টারনাল স্টোরেজ (রোম) | ৬৪/১২৮/২৫৬ গিগাবাইট |
ব্যাটারি | ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার |
কালার | কমেট ব্লু ও কমেট হোয়াইট |
মূল্য | ২২ হাজার ৯৯০ টাকা (৮ জিবি র্যাম + ১২৮ রোম) |
আরও পড়ুনঃ