মাই নেইম ইজ খান মুভি রিভিউ
মাই নেইম ইজ খান মুভির রিভিউ পড়ার আগে। মাই নেইম ইজ খান হিন্ডি মুভির অভিনেতা, অভিনত্রী, নির্মাতাসহ সকল কলাকুশলী ও মুক্তি সম্পর্কিত সকল তথ্য নিচের প্রদত্ত লিংক থেকে জেনে আসুন।
মাই নেইম ইজ খান সিনেমা সম্পর্কিত তথ্যাদি জানা থাকলে আমাদের রিভিও পড়ে মজা পাবেন এবং আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর হ্যা আপনি চাইলে আপনার প্রিয় মুভি বা তারকার সম্পর্কে আপনার মতামত বা রিভিউ লিখে আমাদের পাঠাতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক……
মাই নেইম ইজ খান মুভি রিভিউঃ সবচেয়ে প্রিয় সিনেমা
- পার্সোনাল রেটিংঃ ১০/১০
- রিভিউকারীঃ আরিয়ান
মাই নেইম ইজ খান আমার কাছে খুব স্পেশাল মুভি। এটি আমার সবচেয়ে প্রিয় মুভি, যেটি আমি সবচেয়ে বেশী দেখেছি। কেন প্রিয় এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে কেন প্রিয় হবে না সেটার হাজারও উত্তর আমার কাছে আছে।
সিনেমাটিতে এক বিন্দুও অ্যাকশন নেই, আহামরি রোম্যান্টিক তাও নয়। তবে মুভিটিতে আছে মনুষ্যত্বের গল্প, সহিংসতার গল্প, এক নির্ভীকের গল্প, ন্যায়-অন্যায়ের গল্প, এক মা ও প্রতিবন্ধি ছেলের ভালোবাসার গল্প, এক প্রতিবন্ধী ও তার পরিবারের গল্প, নাইন এলিভেনের পর যুক্তরাজ্যে মুসলিমের প্রতি তাদের আচরণ ও সহ্যের গল্প। সব মিলেই অসাধারণ আমার কাছে।
আমার দেখা শাহরুখ অভিনীত সেরা মুভি এটি। এস এর কে এর এমন দারুণ অভিনয়ে মুগ্ধ আমি। তার প্রায় সব গুলিই মুভিই আমার দেখা যার মধ্যে কয়েকটি আমার খুব ভাল লাগে। তবে এটি আমার হৃদয়ে জায়গা করে নেওয়া একটি।
আগের দিনের করণ জোহারের প্রায় মুভিই আমার ভালো লাগে। তার মুভিতে অন্য রকম একটা স্বাদ খুজে পাওয়া যায়।বলিউডের কিং মেকার ও নতুন তারকা জন্মদাতা বলা হয় তাকে। তার হাত ধরে এপ্রজন্মের অনেক তারকা বলিউডে পা রেখেছে এবং টপ পজিশনে আছে।
মুভিটির স্মরণীয় চরিত্রগুলিঃ
- রেজওয়ান খান যে চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বাদশা/ কিং খান মি. শাহরুখ খান
- মন্দিরা যে চরিত্রে অভিনয় করেছেন কাজল
- রাজিয়া খান যে চরিত্রে অভিনয় করেছেন জারিনা ওহাব
- সামির রাথর খান (স্যাম) যে চরিত্রে অভিনয় করেছেন অর্জুন
স্মরণীয় মুহুর্তঃ
- স্যামের মারা যাওয়া এবং মন্দিরা রেজওয়ানকে ছেলে মৃত্যুতে করে চলে যেতে বলা
- রেজওয়ানের জর্জিয়ায় দূর্যোগে অপরিচিত বিপদগ্রস্থদের পাশে দ্বারানো, যে কিনা লাঞ্চিত ও অবহেলিত মুসলিম প্রতিবন্ধী
- মুসলিম হওয়ায় বার বার রেজওয়ান খান ও তার পরিবারকে হেও করা
- অনেক বাধার সম্মুখীন হয়েও প্রসিডেন্টের সাথে দেখা করা এবং প্রেসিডেন্টের মুখে তার সম্পর্কে শুনা
স্মরণীয় ডায়ালগঃ
- মাই নেইম ইজ খান এন্ড আই এম নট এ টেররিস্ট
- মায়ের বলা, পৃথিবীতে হিন্দু মুসলিম এমন কোন ভাগ নেই, আছে শুধু ভাল মানুষ আর খারাপ মানুষ।