কালা মুভি রিভিউ
কালা মুভির রিভিউ পড়ার আগে। কালা তামিল মুভির অভিনেতা, অভিনত্রী, নির্মাতাসহ সকল কলাকুশলী ও মুক্তি সম্পর্কিত সকল তথ্য নিচের প্রদত্ত লিংক থেকে জেনে আসুন।
কালা সিনেমা সম্পর্কিত তথ্যাদি জানা থাকলে আমাদের রিভিও পড়ে মজা পাবেন এবং আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর হ্যা আপনি চাইলে আপনার প্রিয় মুভি বা তারকার সম্পর্কে আপনার মতামত বা রিভিউ লিখে আমাদের পাঠাতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক……
কালা মুভি রিভিউঃ স্টোরী অফ এ ডেভিল মনে হইছে
- পার্সোনাল রেটিংঃ ৮.৫/১০
- রিভিউকারীঃ আরিয়ান
???? কালা সিনেমার গুরুত্বপূর্ণ তথ্য ????
???? সিনেমার নাম : কালা
???? পরিচালক : পা রঞ্জিত
???? তারকা : রজনীকান্ত, নানা পাটেকর, সামুথিরকানি, হুমা কুরেশি, ঈশ্বরী রাও, অঞ্জলি প্যাটিল, অ্যারলডস
???? ইন্ডাস্ট্রি : কলিউড
???? ধরণ : অ্যাকশন, ড্রামা
???? নির্মিত ভাষা : তামিল
???? নির্মাণ ব্যয় : ১.৪ বিলিয়ন ভারতীয় রুপি
???? মুক্তির সাল : ২০১৮
???? সময়কাল : ৩ ঘন্টা ৫ মিনিট
???? এখন পর্যন্ত আয় : ১৫৯.৫৬ কোটি ভারতীয় রুপি
???? কালা সিনেমার কাহিনী ????
মুম্বাই শহরের ধরভি বস্তির বাসিন্দা করিকালান, তাঁর অঞ্চলে বসবাসকারী জনগণকে ঐক্যবদ্ধ করে নির্মম রাজনীতিবিদ হরি ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস যোগান। হরি ভাইয়ের সকল চেষ্টাকে অসফল করে দেন।
???? কালা সিনেমার রেটিং ✴️
???? ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি) এর রেটিং : ৬.৭/১০
????রটেন টম্যাটোস এর রেটিং : ৫৬%
???? গুগল এর রেটিং : ৮.৫%
???? ফেসবুক এর রেটিং : ৪.৭/৫
???? নিজের এর রেটিং : ৮.৫/১০
???? কালা সিনেমার সম্পর্কে নিজ অনুভূতি ✍️
বরাররে মতোই রজনীকান্ত স্যারের সিনেমার গল্পে ভিন্নতা লক্ষ্য করেছি। সিনেমার মূল আকর্ষণ ছিলো রজনীকান্ত ও নানা পাটেকর স্যার এক সাথে ক্রিন শেয়ার করেছেন। দুই ইন্ডাস্টির দুই মহান অভিনেতার ফাটাফাটি অভিনয় থাকলে আর কি লাগে বলেন। সিনেমা গল্প, ভরপুর অ্যাকশন ও সকলের দারুন অভিনয়ে মুগ্ধ হয়েছি।
???? সিনেমাটি দ্বিতীয় বার দেখার মতো কিনা : অবশ্যই, আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক বার দেখলেও বিরক্ত হবো না।
???? সিনেমাটি আপনাদের দেখতে বলবো কিনা : চাইলে দেখতে পারেন। আশা করছি, খারাপ লাগবে না। (আমরা সবাই জানি, সকলের মুভি নির্বাচনের রুচী একরকম নয়)
???? সিনেমাটির হিন্দী ডাব ও বাংলা সাব আছে কিনা : হিন্দী ডাবিং আছে কিন্তু বাংলা সাবটাইটেল নেই।