ভেজা ভেজা চোখ গানের লিরিক্স – তানজিব সরোয়ার
বাংলা গানের শ্রোতাদের জন্য তানজিব সরোয়ারের ভেজা ভেজা চোখ গানের লিরিক্স ও গান সম্পর্কিত তথ্যাদি এখানে যুক্ত করা হয়েছে।
তানজিব সরোয়ারের ভেজা ভেজা চোখ গান
তানজিব সরোয়ারের ভেজা ভেজা চোখ গানে লিরিক্স
তোমার হাসির ঢেউ
লাগল আমার চোখে
ভিজলো দু-চোখের পাতা
জানলো না তো লোকে
ও তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না তো লোকে
ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কী করে তা লুকাবো?
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে কী করে তা লুকাবো?
তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে
ভিজলো দু-চোখের পাতা
জানলো না তো লোকে
তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো
কিছুই চাই না আমি,
মনে রাখো বা না রাখো
মনে রাখো বা না রাখো
আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো…
গান সম্পর্কে
ভেজা ভেজা চোখ গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিব সরোয়ার। সোমেশ্বর অলি কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানের ক্রেডিটঃ
- গায়ক: তানজিব সরোয়ার
- গীতিকার: সোমেশ্বর অলি
- সুরকার: সাজিদ সরকার
- সঙ্গীত পরিচালক: সাজিদ সরকার
- ব্যানার: গাঙ্গচিল
জনপ্রিয় গানটি ঘুরে দাঁড়ানোর গল্প নাটকে ব্যবহার করা হয়েছে।
ভিডিও ক্রেডিটঃ
- নাটক: ঘুরে দাঁড়ানোর গল্প
- পরিচালক: মিজানুর রহমান আরিয়ান
- অভিনয়শিল্পী: আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী