বাংলাদেশ বেতার থেকে গুলশান ১ বাস ভাড়া – ঢাকা সিটি বাস সার্ভিস

আজকের পোস্টের মাধ্যমে আপনাদের সাথে বাংলাদেশ বেতার/রেডিও থেকে গুলশান ১ রুট সম্পর্কিত সকল তথ্য শেয়ার করবো। পোস্টটিতে এই রুটের দূরত্ব, বাস ভাড়া, অন্যান্য পরিবহণের ভাড়া ও রুটের ব্যস্ততা সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের এই আর্টিকেলটি রেডিও থেকে গুলশান রুটের নতুন ও পুরাতন সকল যাত্রীর জন্য উপকারী হবে বলে আশা করছি।

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ রুট

বাংলাদেশ বেতার/রেডিও থেকে গুলশান-১ এর দূরত্ব ৭.২ কিমি। রুটটি তুলনামূলক ব্যস্ততম তাই অবশ্যই হাতে পর্যাপ্ত (সর্বনিম্ন ১ ঘন্টা) নিয়ে বের হতে হবে। রুটের সকল বাস বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান সড়ক দিয়ে যাতায়াত করে। ঢাকার সিটি বাস সার্ভিস রুট নম্বর এ-১৪১, নিচের এই রুটের সকল বাস স্টপেজ দেখানো হলোঃ

বাংলাদেশ বেতার (রেডিও) => আগারগাঁও => জিয়া উদ্যান/চন্দ্রিমা উদ্যান => বিজয় সরণি => জাহাঙ্গীর গেট => মহাখালী => ওয়্যারলেস => গুলশান ১ (চত্বর)

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ রুট (গুগল ম্যাপ)

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ রুটের বাস

  1. আলিফ পরিবহণ (Alif Bus Service)
  2. বৈশাখী পরিবহণ (Baishakhi Bus Service)
  3. অগ্রদূত পরিবহণ (Agradut Bus Service)
  4. অর্ণব পরিবহণ (Arnob Bus Service)
  5. মধুমিতা পরিবহণ (Modhumita Bus Service)

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ বাসের ভাড়া

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ বাসে যেতে প্রাপ্ত বয়স্ক প্রতিজনের জন্য ২০ টাকা ভাড়া দিতে হয়।

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ অন্যান্য পরিবহণ ভাড়া

বাংলাদেশ বেতার থেকে গুলশান-১ যাওয়ার জন্য বাসের বিকল্প হিসেবে বাইক, সিএনজি ও প্রাইভেট কারে যাতায়াত করতে পারবেন, তবে অত্যন্ত ব্যয়বহুল। যার সচারাচর ভাড়া নিচে উল্লেখ করা হলোঃ

পরিবহণ সর্বনিম্ন-সর্বোচ্চ ভাড়া যে অ্যাপসের মাধ্যমে পাবেন
বাইক ১৫০-২০০ টাকা পাঠাও
সিএনজি ২০০-২৫০ টাকা ওভাই
প্রাইভেট কার ৫০০-১০০০ টাকা পাঠাও/উবার

এই সকল পরিবহণে ভাড়া নির্ধারিত নয় তবে অ্যাপসের মাধ্যমে কম খরচে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *