আরিয়া মুভি রিভিউ
আরিয়া মুভির রিভিউ পড়ার আগে। আরিয়া তেলুগু মুভির অভিনেতা, অভিনত্রী, নির্মাতাসহ সকল কলাকুশলী ও মুক্তি সম্পর্কিত সকল তথ্য নিচের প্রদত্ত লিংক থেকে জেনে আসুন।
আরিয়া সিনেমা সম্পর্কিত তথ্যাদি জানা থাকলে আমাদের রিভিও পড়ে মজা পাবেন এবং আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর হ্যা আপনি চাইলে আপনার প্রিয় মুভি বা তারকার সম্পর্কে আপনার মতামত বা রিভিউ লিখে আমাদের পাঠাতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক……
আরিয়া মুভি রিভিউঃ অব্যক্ত ভালোবাসা
- পার্সোনাল রেটিংঃ ৯/১০
- রিভিউকারীঃ আরিয়ান
???? আরিয়া সিনেমার গুরুত্বপূর্ণ তথ্য ????
???? সিনেমার নাম : আরিয়া
???? পরিচালক : সুকুমার
???? তারকা : আল্লু আর্জুন, অনু মেহতা, সিভা বালাজি
???? ইন্ডাস্ট্রি : টলিউড
???? ধরণ : রোম্যান্টিক
???? নির্মিত ভাষা : তেলুগু
???? নির্মাণ ব্যয় : ৪ কোটি ভারতীয় রুপি
???? মুক্তির সাল : ২০০৪
???? সময়কাল : ২ ঘন্টা ৩১ মিনিট
???? এখন পর্যন্ত আয় : ২৫ কোটি ভারতীয় রুপি
???? আরিয়া সিনেমার কাহিনী ????
অজয়, গীতা ও আরিয়া ব্যতিক্রমধর্মী ত্রীমুখী প্রেমের গল্পে নির্মিত হয়েছে মুভিটি।
???? আরিয়া সিনেমার রেটিং ✴️
???? ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি) এর রেটিং : ৭.৮/১০
???? গুগল এর রেটিং : ৯১ %
???? নিজের এর রেটিং : ৯/১০
???? আরিয়া সিনেমার সম্পর্কে নিজ অনুভূতি ✍️
???? সিনেমাটির গল্পটি অসাধারণ সুন্দর। ২০০৪ সালে সিনেমাটি নির্মাণ করেছিল আলোচিত পরিচালক সুকুমার। এটি ব্যবসা সফল হওয়ার পরে ২০০৯ আরিয়া ২ নির্মাণ করা হয়েছিল। দুটিই অনেক দর্শক প্রিয় হয়েছিল। এছাড়া মুভিটি অনেক ইন্ডাস্ট্রি রিমেকও করেছিল।
???? আল্লু অর্জুন তার অভিনয়, স্টাইল, ডান্সের কারণে দর্শকপ্রিয়। মুভিটিতে আল্লু আর্জুনসহ অনু মেহতা ও সিভা বালাজির অভিনয় ছিল প্রশংনীয়।
???? সিনেমাটি দ্বিতীয় বার দেখার মতো কিনা : অবশ্যই, আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক বার দেখলেও বিরক্ত হবো না।
???? সিনেমাটি আপনাদের দেখতে বলবো কিনা : চাইলে দেখতে পারেন। আশা করছি, খারাপ লাগবে না। (আমরা সবাই জানি, সকলের মুভি নির্বাচনের রুচী একরকম নয়)
???? সিনেমাটির হিন্দী ডাব ও বাংলা সাব আছে কিনা : হিন্দী ডাবিং ও বাংলা সাবটাইটেল আছে।