থ্রী ইডিয়টস মুভি রিভিউ

থ্রী ইডিয়টস মুভির রিভিউ পড়ার আগে। থ্রী ইডিয়টস হিন্ডি মুভির অভিনেতা, অভিনত্রী, নির্মাতাসহ সকল কলাকুশলী ও মুক্তি সম্পর্কিত সকল তথ্য নিচের প্রদত্ত লিংক থেকে জেনে আসুন।

থ্রী ইডিয়টস মুভি

থ্রী ইডিয়টস সিনেমা সম্পর্কিত তথ্যাদি জানা থাকলে আমাদের রিভিও পড়ে মজা পাবেন এবং আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর হ্যা আপনি চাইলে আপনার প্রিয় মুভি বা তারকার সম্পর্কে আপনার মতামত বা রিভিউ লিখে আমাদের পাঠাতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক……

থ্রী ইডিয়টস মুভি রিভিউঃ আমদের জীবনে সিনেমা বলা যায়

  • পার্সোনাল রেটিংঃ ১০/১০
  • রিভিউকারীঃ আরিয়ান

ছবি দেখেই বুঝতে পারছেন কোন মুভি সম্পর্কে লেখা হয়েছে? আমার প্রিয় মুভির তালিকায় থাকা দ্বিতীয় মুভি থ্রী ইডিয়টস। বলিউডের এই জনপ্রিয় মুভি দেখে নাই এবং পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম।

মুভিটির আমার কাছে অনেক পছন্দের ও প্রিয় হবার পেছন অনেক গুলি কারণ আছে। যেমনঃ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খানের অভিনয়, বলিউড কিং মেকার রাজ কুমার হিরানী ও গল্প। আমির খান ও রাজ কুমার হিরানীর প্রথম কোলাবরেশন।

আমরা সবাই জানি আমির খান গল্প, মেকিং, নিজের অভিনয়সহ সকল বিষয়ে নিখুঁত কাজ পছন্দ করেন। যার কারণে তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। তার অভিনয় ও গল্পে থাকে ভিন্নতার স্বাদ। এমুভিটি ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। এটি আমির খানের ক্যারিয়ারের অন্যতম মুভির মধ্য একটা ছিল।

রাজ কুমার হিরাণী কথা আর কি বলি। তিনি একজন মাষ্টার মেকার। যিনি সবে মাত্র ৫ টা মুভি নির্মাণ করেছেন। সব গুলিই ছিল বক্স অফিসের সেরা আয়করা মুভি। তার মুভির গল্প ভিন্ন ধরণের, অভিনেতার চরিত্রেও সর্বদা ভিন্নতার স্বাদ পাওয়া যায়। তার সব গুলি মুভিই আমার ভালো লাগে। অন্য গুলি সম্পর্কে অন্য কোন দিন লিখবো। তাছাড়া রাজ কুমার হিরানী আমার আইডল ????

গল্পের কথা কি বলবো আমারও সরকারী ইঞ্জিয়ার কলেজে পড়াশুনা করার সুযোগ হয়েছে। যার কারণে মনে হয় ভাই, থ্রী ইডিয়টস আমাদের গল্প নিয়ে বানানো। সব কিছুই কেমন জানি মিলেই যায়। তবে হ্যা মুভি ভালো লাগার প্রেক্ষিতে একটু বাড়িয়ে করেছে এই আর কি। মুভিটির গল্প অসম্ভব সুন্দর ছিল। বেশীরভাগ মানুষ গল্পের জন্যেই সিনেমাটি দেখেছে এবং তাদের কাছে প্রিয়। আর তাছাড়া আমি মনে করি আমির খানের সিনেমার মেইন হিরো স্কিপট।

স্মরণীয় চরিত্রঃ

  • রাঞ্ছর দাস শ্যামল দাস চাঞ্চাদ/ ফুনসুখ ওয়াংডু যে চরিত্রে অভিনয় করেছেন আমির খান
  • ফারহান কুরেশী যে চরিত্রে অভিনয় করেছেন মাধবন
  • রাজু রাস্তগী যে চরিত্রে অভিনয় করেছেন সারমান জোশী
  • পিয়া সহস্রাবুদ্ধ যে চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান
  • ডাঃ ভীরু সহাস্ত্রবুদ্ধ/ভাইরাস যে চরিত্রে অভিনয় করেছেন বমান ইরানী
  • চতুর রামালিংম যে চরিত্রে অভিনয় করেছেন ওমি বৈদ্য

    সর্বোপরি মুভিটিতে ছিলোঃ ভরপুর মজা, মাস্তি, কমেডি, ইমোশন, প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, শিক্ষা, প্রচেষ্টার ও সফলতার গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *