ইউটিউব অ্যাপস ডাউনলোড – YouTube

ইউটিউব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ও স্টিমিং অ্যাপ। আন্ডোয়েড, আই ও এস ও পিসি উইজার সবাই কম বেশী এই অ্যাপসটি পছন্দ করছে এবং খেলছে। সকল বয়সের মানুষ আপসটি অনেক বেশী পছন্দ করছে ৷ তাইতো ৩৪ এমবির এই অ্যাপসটি ৫ বিলিয়নের বেশী ইউজার ডাইনলোড করেছে এবং তাতে ৯৭ মিলিয়নের বেশী রিভিউ রয়েছে।

গুগল এলএলসি একাউন্ট থেকে অ্যাপটি প্রকাশ করা হয়েছে। এছাড়া অ্যাপটিতে অনেক ধরনের সুবিধা রয়েছে, নিচে ফিচারসহ সকল বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

ফিচারস

ইউটিউব মোবাইল ও পিসি ব্যবহারকারীগণ ফ্রীতে ব্যবহার করতে পারে। এই অ্যাপস ব্যবহার করে আপনার পছন্দের মুভি, গান, নাটক, মজার ও শিক্ষণীয় ভিডিও দেখতে পারবেন। আপনার পছন্দের তারকা ও ভিডিও সার্চ করতে পারবেন। আপনার পছন্দের গান, নাটক, মুভি ও শিল্পীকে খুজে তার ভিডিও দেখতে পারবেন। অপরদিকে আপনার পছন্দের ভিডিওগুলি ডাইনলোড করে অফলাইনে দেখতে পারবেন। আবার আপনার পছন্দমত প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবেন। এছাড়া প্রিমিয়াম ভার্সনে অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবেন।

ডাইনলোড

গুগল প্লে স্টোর

অ্যাপস স্টোর

এপিকে পিওর

সফটনিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *