শাওমি রেডমি নাইন ফোনের দাম ও স্পেসিফিকেশন
গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি ‘চার ক্যামেরার চ্যাম্পিয়ন’ ট্যাগলাইনের বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের জনপ্রিয় রেডমি সি সিরিজে নতুন স্মার্টফোন ‘রেডমি নাইন’। আশা করছি, ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায়।
প্রসেসর
সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।
অপারেটিং সিস্টেম
শাওমি রেডমি নাইন স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ (পাই), এমআইইউআই ১২।
ডিসপ্লে
শাওমি রেডমি নাইন-তে আছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে।
ক্যামেরা
শাওমি রেডমি নাইন ফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের মাক্রো সেন্সর ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে।
ফোনের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে আল পোট্রিয়েট মুড, এইচডিআর, স্কীন ফ্ল্যাশ, সেলফি টাইমার সুবিধা। এছাড়া রেডমি ৯ স্মার্টফোনে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করতে পারে।
স্টোরেজ
ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ৬৪ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।
ব্যাটারি
‘রেডমি নাইন’এ রয়েছে ৫,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি টাইপ সি চার্জিং পোর্ট সাপোর্ট করে।
অন্যান্য
স্মার্টফোনটি কার্বন গ্রে, সানসেট পার্পেল, অসেন গ্রীন এই তিন রঙে পাওয়া যাচ্ছে। দুটি সিম কার্ড স্লট এবং একটি এসডি কার্ড স্লট রয়েছে।
শাওমি রেডমি নাইন (Xiaomi Redmi 9) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ
ব্যান্ড | শাওমি |
সিরিজ | রেডমি |
মডেল | নাইন |
ডিসপ্লের ধরণ | ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে |
ডিসপ্লের সাইজ | ৬.৫৩-ইঞ্চি |
পিছনের ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের মাক্রো সেন্সর ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা |
সামনের ক্যামেরা | ৮ মেগাপিক্সেল |
প্রসেসর | মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টাকোর প্রসেসর |
র্যাম | ৪ গিগাবাইট |
ইন্টারনাল স্টোরেজ (রোম) | ৬৪ গিগাবাইট |
ব্যাটারি | ৫ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার |
কালার | কার্বন গ্রে, সানসেট পার্পেল, অসেন গ্রীন |
মূল্য | ১৪ হাজার ৯৯৯ টাকা |