অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১) ফোনের দাম ও স্পেসিফিকেশন – Apple iPad Pro 12.9 (2021)

টেক ট্রেন্ড সেটার ব্র্যান্ড অ্যাপল তাদের নতুন আইপ্যাড ‘অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১)’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৮/১৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি/২ টিবি রোমের ট্যাবের বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

প্রসেসর

সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে ট্যাবটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাপল এম ১ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।

অপারেটিং সিস্টেম

অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১) ট্যাবে ব্যবহার করা হয়েছে আইপ্যাডওএস ১৪.৫।

ডিসপ্লে

অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১) ট্যাবলেটে আছে ১২.৯ ইঞ্চির লিকুইড রেটিনা এক্সডিআর মিনি-এলইডি এলসিডি ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন বডি রেশিও ৮৫.৪ শতাংশ ও ২৬৫ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ২০৪৮X২৭৩২ পিক্সেলস।

ক্যামেরা

ট্যাবটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে। এতে একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ১০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি টিওএফ থ্রিডি লিডার স্ক্যানারা ডেপথ ক্যামেরা রয়েছে। এতে কোয়াড-এলইডি ডুয়াল-টোন ফ্ল্যাশ, এইচডিআরসহ বিভিন্ন ফিচার রয়েছে।

ট্যাবে ১২ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরামাসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।

স্টোরেজ

ট্যাবটিতে ৮/১৬ গিগাবাইট র‍্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি/২ টিবি স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।

ব্যাটারি

‘অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১)’ ট্যাবে লি-পো – মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

অন্যান্য

অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১) ট্যাবলেটের আকার ১১.০৫ x ৮.৪৬ x ০.২৫ ইঞ্চি। স্মার্টফোনটি সিলভার, স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফেস আইডি, অ্যাক্সিলোমিটার, গাইরো, ব্যারোমিটার সুবিধা রয়েছে।

অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১) {Apple iPad Pro 12.9 (2021)} ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ

ব্যান্ড অ্যাপল
সিরিজ অ্যাপল আইপ্যাড
মডেল অ্যাপল আইপ্যাড প্রো ১২.৯ (২০২১)
ডিসপ্লের ধরণ লিকুইড রেটিনা এক্সডিআর মিনি-এলইডি এলসিডি ডিসপ্লে
ডিসপ্লের সাইজ ১২.৯ ইঞ্চি
পিছনের ক্যামেরা তিনটি ক্যামেরা; একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা+একটি ১০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা+একটি টিওএফ থ্রিডি লিডার স্ক্যানারা ডেপথ ক্যামেরা
সামনের ক্যামেরা একটি ক্যামেরা; একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা
প্রসেসর অ্যাপল এম ১ চিপসেট, অক্টাকোর সিপিইউ, অ্যাপল জিপিইউ (৮-কোর গ্রাফিক্স)
র‌্যাম ৮/১৬ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ (রোম) ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি/২ টিবি
ব্যাটারি লি-পো – মিলিঅ্যাম্পিয়ার
কালার সিলভার, স্পেস গ্রে
আকার ১১.০৫ x ৮.৪৬ x ০.২৫ ইঞ্চি
ওজন ৬৮৫ গ্রাম
বডি মেটাল
  • ফ্রন্টঃ – গ্লাস
  • ফ্রেমঃ – অ্যালুমিনিয়াম
  • ব্যাকঃ – অ্যালুমিনিয়াম
ভেরিয়েন্ট পাঁচ ; ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ৮ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ১ টিবি, ১৬ জিবি + ২ টিবি
মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা (১৬ জিবি + ২ টিবি)

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *