এই আর্টিকেলে অপারেশন অগ্নিপথ সিনেমার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, বাজেট, মুক্তির তারিখ, বক্স অফিস কালেকশন, গান, ছবি, ট্রেইলার, রেটিং, রিভিউ, প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
অপারেশন অগ্নিপথ (Operation Agneepath) চলচ্চিত্রের মূখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান, নবাগত শিবা আলী খান, সৈয়লালউদ্দিন মহালদার ও মিশা সওদাগর। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এছাড়া চলচ্চিত্রটি প্রয়োজনা করেছেন ভারটেক্স প্রডাকশন। অপারেশন অগ্নিপথ বাংলা চলচ্চিত্র (Operation Agneepath Bangla Movie) সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
এছাড়া অন্যান্য চরিত্রে আরও অনেকে অভিনয় করেছেন।
অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রটির কাহিনী এসএসবি’র গুপ্তচরবৃত্তি অভিযান এবং অস্ট্রেলিয়ায় জুলফিকার মির্জা হত্যাকান্ড ঘটনা কেন্দ্রিক গল্পে নির্মাণাধীন বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
গত ১০ ডিসেম্বর ২০১৬ অপারেশন অগ্নিপথ বাংলা চলচ্চিত্রের সহযোগী পরিবেশনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের অফিশিয়াল টিজার প্রকাশ করেন। যা ইতিমধ্যে ২৪ লক্ষ ৭৩ হাজার জনের বেশী দর্শক দেখেছেন এবং ২৫ হাজার জনের বেশী লাইক দিয়েছেন।
অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের আবহ সঙ্গীত করেছেন নাভিদ। এছাড়া গান জাহিদ আকবর, আরজীন কামাল। শত্রুজীতে লেখা গানে কণ্ঠ দিয়েছেন কণা, শত্রুজীত, তৃষা, তাহসিন ও কাজী আরিফ। গানগুলির সঙ্গিতায়োজন করেছেন শওকত আলি ইমন, ডাব্বু ঘোষাল ও নাভিদ।
অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের শুটিং শুরু হয় সেপ্টেম্বর ২০১৬
অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রটি ২০১৭ সালের ২৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। তারপর আর নতুন কোন সিদ্ধান্ত এখনও পাওয়া যায় নি।
শিবা আলী খান এর বাংলা চলচ্চিত্র জগতে অভিষেক হতে যাচ্ছে এই চলচ্চিত্রের মাধ্যমে।
মন্তব্য করুন