এই আর্টিকেলে মন দেব মন নেব সিনেমার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, বাজেট, মুক্তির তারিখ, বক্স অফিস কালেকশন, গান, ছবি, ট্রেইলার, রেটিং, রিভিউ, প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
মন দেব মন নেব (Mon Debo Mon Nebo) চলচ্চিত্রের মূখ্য চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সম্ভাবনাময় চিত্রনায়ক শিবলী নওমান। বাংলাদেশের নাট্য নির্মাতা রবিন খান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এছাড়া চলচ্চিত্রটি প্রয়োজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। মন দেব মন নেব বাংলা চলচ্চিত্র (Mon Debo Mon Nebo Bangla Movie) সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
এছাড়া অন্যান্য চরিত্রে আরও অনেকে অভিনয় করেছেন।
মন দেব মন নেব চলচ্চিত্রটি রোমান্টিক গল্পে নির্মাণাধীন বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
মন দেব মন নেব চলচ্চিত্রের শুটিং শুরু হয় ২০১৯
মন দেব মন নেব চলচ্চিত্রটি ২০২০ সালের ঈদুল ফিতরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা কারণে সকল সিনেমা মুক্তি বন্ধ থাকায় মুক্তি দেওয়া হয় নাই।
মন দেব মন নেব নির্মাতা রবিন খানের প্রথম নবাগত শিবলী নওমানের দ্বিতীয় চলচ্চিত্র।
মন্তব্য করুন