এই আর্টিকেলে আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা সিনেমার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, বাজেট, মুক্তির তারিখ, বক্স অফিস কালেকশন, গান, ছবি, ট্রেইলার, রেটিং, রিভিউ, প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা (Akbar: Once Upon a Time in Dhaka) চলচ্চিত্রের মূখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ইমন ও ববি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসির চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এছাড়া চলচ্চিত্রটি প্রয়োজনা করেছেন সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট। আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা বাংলা চলচ্চিত্র (Akbar: Once Upon a Time in Dhaka Bangla Movie) সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
এছাড়া অন্যান্য চরিত্রে আরও অনেকে অভিনয় করেছেন।
আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা চলচ্চিত্রটি ১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার কেন্দ্রিক গল্পে নির্মাণাধীন বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
রাজধানীর গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’। এ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।
আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা চলচ্চিত্রের শুটিং শুরু হয় ফেব্রুয়ারী ২০২০
আকবর পুরোপুরি মৌলিক গল্পের ছবি। সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা (আকবর)।
মন্তব্য করুন