এই আর্টিকেলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, বাজেট, মুক্তির তারিখ, বক্স অফিস কালেকশন, গান, ছবি, ট্রেইলার, রেটিং, রিভিউ, প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ (Shoshurbari Zindabad 2) চলচ্চিত্রের মূখ্য চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এছাড়া চলচ্চিত্রটি প্রয়োজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ বাংলা চলচ্চিত্র (Shoshurbari Zindabad 2 Bangla Movie) সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
এছাড়া অন্যান্য চরিত্রে আরও অনেকে অভিনয় করেছেন।
শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ চলচ্চিত্রটি মনোমুগ্ধকর প্রেম-ভালোবাসার গল্পে নির্মাণাধীন বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২ চলচ্চিত্রের আবহ সঙ্গীত করেছেন ইমন সাহা। গানগুলির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। গানগুলিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, সাধনা সরগম, কুমার বিশ্বজিৎ, আখি আলমগীর, আকাশ সেন, ইমরান, লিজা। এখন পর্যন্ত চলচ্চিত্রের দুটি গান প্রকাশ পেয়েছে।
গত ৫ মার্চ ২০২০ শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২ বাংলা চলচ্চিত্রের মিউজিক্যাল পার্টনার প্রতিষ্ঠান আর টিভি মিউজিক, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২ চলচ্চিত্রের ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ প্রকাশ করেন। যা ইতিমধ্যে আর টিভি মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে ২৪ লক্ষ ৬৭ হাজার জনের বেশী দর্শক দেখেছেন এবং ২৯ হাজার জনের বেশী দর্শক লাইক দিয়েছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার শানু। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শ্রী প্রীতম।
গত ১০ মার্চ ২০২০ শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২ বাংলা চলচ্চিত্রের মিউজিক্যাল পার্টনার প্রতিষ্ঠান আর টিভি মিউজিক, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২ চলচ্চিত্রের ‘তোমার আমার বিয়ে বল কে আর ঠেকায়’ প্রকাশ করেন। যা ইতিমধ্যে আর টিভি মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে ৩৫ লক্ষ ৪৫ হাজার জনের বেশী দর্শক দেখেছেন এবং ৩৪ হাজার জনের বেশী দর্শক লাইক দিয়েছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল ও সানিয়া সুলতানা লিজা। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শ্রী প্রীতম।
শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ চলচ্চিত্রের শুটিং শুরু হয় ১৩ মে ২০১৮।
গত ২০ মার্চ ২০২০ মুক্তির পরিকল্পনা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে মুক্তি দেওয়া হয় নাই।
২০০১ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। সুপারহিট সেই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুন এ ছবির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ চলচ্চিত্রটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ চলচ্চিত্রের সিক্যুয়াল না।
মন্তব্য করুন