এই আর্টিকেলে সিক্রেট এজেন্ট সিনেমার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, বাজেট, মুক্তির তারিখ, বক্স অফিস কালেকশন, গান, ছবি, ট্রেইলার, রেটিং, রিভিউ, প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
সিক্রেট এজেন্ট (Secret Agent) চলচ্চিত্রের মূখ্য চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী ও নবাগত উষ্ণ। বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা সাফিউদ্দিন সাফি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এছাড়া চলচ্চিত্রটি প্রয়োজনা করেছেন উল্লাস কথাচিত্র। সিক্রেট এজেন্ট বাংলা চলচ্চিত্র (Secret Agent Bangla Movie) সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
এছাড়া অন্যান্য চরিত্রে আরও অনেকে অভিনয় করেছেন।
সিক্রেট এজেন্ট চলচ্চিত্রটি পুলিশ এজেন্টের গল্পে নির্মাণাধীন বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিক্রেট এজেন্ট চলচ্চিত্রের শুটিং শুরু হয় ২৭ জানুয়ারি ২০২০।
ছবিটি নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করা হয়েছে।
মন্তব্য করুন