আমাদের আজকের প্রতিবেদনটি সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ কে ঘিরে। সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ কোথায় অবস্থিত, সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ এর ইতিহাস, মাজার শরিফের কাঠামো, কেন যাবেন সোনামসজিদ তোহাখানা মাজার শরিফে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এ নিয়ে আমাদের প্রতিবেদন টি সাজানো হয়েছে। আশা করি, আমাদের মূল্যবান প্রতিবেদনটি পড়ে আপনারা উপকৃত হবেন।
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার আন্তরভুক্ত শিবগঞ্জ উপজেলা শাহাবাজপুর ইউনিয়নে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ অবস্থিত।
বিভাগ | জেলা | উপজেলা | ইউনিয়ন |
রাজশাহী | চাঁপাইনবাবগঞ্জ | শিবগঞ্জ | শাহাবাজপুর |
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে (গৌড়ের পূর্বাঞ্চলে) ইসলাম প্রচারের দায়িত্ব যারা বহন করেছিলেন তাদের মধ্যে স্বনাম খ্যাত সাধক হযরত শাহ সৈয়দ নেয়ামতউল্লাহ (রহঃ) অন্যতম। সুলতান শাহ সুজার রাজত্বকালে (১৬৩৯-১৬৬০ খ্রিঃ) তিনি দিল্লী প্রদেশের করোনিয়ার নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমন করে রাজমহলে এসে উপস্থিত হন। তার আগমনবার্তা জানতে পেরে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। পরে তিনি গৌড়ের উপকন্ঠে (শিবগঞ্জ উপজেলার) ফিরোজপুরে স্থায়ীভাবে আস্তানা স্থাপন করেন। দীর্ঘদিন এতদঞ্চলে তিনি সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে ফিরোজপুরেই ১০৭৫ হিজরী (১৬৬৪ খ্রিস্টাব্দে) মতান্তরে ১০৮০ হিজরীতে (১৬৬৯ খ্রিস্টাব্দে) সমাধিস্থ হন।
ভ্রমন পিপাসু মানুষ দের কে যদি এই কথা জিজ্ঞাসা করা হয়, তবে তারা এই কথা অহেতু হাসির ছলে উড়িয়ে দিবে । কারন, ভ্রমন পিপাসু মানুষদের কাছে এই কথা মূল্যহীন । তবুও বলি,
সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ ভ্রমন করলে আপনি হতাশ হবেন না । এটি আমরা হরফ করে আপনাদের জানান দিয়ে দিতে পারি ।
যে কোন স্থান হতে বাস যোগে, ট্রেন যোগে ও বিমানের মাধ্যমে চাপাইনবাবগঞ্জে যেতে পারেন। তারপর চাপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফে যাওয়ার উপায় নিচে উল্লেখ করা হলোঃ
চাপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল থেকে মহারাজপুর শিবগঞ্জের রোড দিয়ে কানসাট হয়ে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফের দিকে যেতে হবে । ম্যাপে দেখুন, চাপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল থেকে যেভাবে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফে যাবেন ।
চাপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে মহারাজপুর শিবগঞ্জের রোড দিয়ে কানসাট হয়ে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফের দিকে যেতে হবে । ম্যাপে দেখুন, চাপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যেভাবে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফে যাবেন ।
রাজশাহী শাহ মাখদুম এয়ারপোর্ট থেকে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ
রাজশাহী শাহ মাখদুম এয়ারপোর্ট থেকে চাপাইনবাবগঞ্জ মহারাজপুর শিবগঞ্জের রোড দিয়ে কানসাট হয়ে রাজশাহী শাহ মাখদুম এয়ারপোর্ট দিকে যেতে হবে ম্যাপে দেখুন, রাজশাহী শাহ মাখদুম এয়ারপোর্ট থেকে যেভাবে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফে যাবেন ।
দেশের নানা প্রান্ত থেকে সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ ভ্রমনে ভ্রমনযাত্রী আসতে পারে, যাদের একদিনের মধ্যে ভ্রমন করে আবার বাড়ি ফিরে যাওয়া সম্ভবপর হয়ে ওঠেনা । তাই আপনার ভ্রমনে চিন্তা কোনো প্রকার না আসে সে জন্য ক্ষুদ্র প্রয়াসে শাহাবাজপুর ইউনিয়ন শিবগঞ্জ থানার আশে পাশের কিছু হোটের নাম তুলে ধরছি । যেখানে, আপনি সেফলি থাকতে পারবেন । ম্যাপে শাহাবাজপুর ইউনিয়ন শিবগঞ্জ থানার আশে পাশের কিছু হোটের নাম ও তাদের খরচ সম্পর্কে দেওয়া হলো,
সোনামসজিদ তোহাখানা মাজার শরিফ নিয়ে আমাদের প্রতিবেদনটি আশা করি আপনাদের ভালও লেগেছে । আমাদের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না । পরিশেষে, ধন্যবাদ আমাদের প্রতিবেদনটি পড়ার জন্য ।
Leave a Reply