রংপুর প্রতিনিধিঃ রংপুর আওয়ামীলীগের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই ঢাকা রংপুরে আরো ২ টি ট্রেন চালুর ঘোষণা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল শুক্রবার বিকেলে রংপুর রেল স্টেশন পরিদর্শনে এসে জনসাধারণের উদ্যেশ্যে এ ঘোষণা দেন। তিনি বলেন, একটি ট্রেন রংপুর থেকে ঢাকা যায়, তাতে এ অঞ্চলের মানুষের যাতায়াতের চাহিদা মেটে না, এজন্য রংপুর পার্বতীপুর হয়ে সরাসরি ঢাকা এবং কুড়িগ্রাম রংপুর হয়ে ঢাকা গামী ২ ট্রেন আগামী সেপ্টেম্বর মাসে চালু করা হবে, সেই ভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি এসময় আরো বলেন, রংপুর বিভাগীয় শহর হওয়ায় যুগোপযুগি করে তোলা হবে রংপুর রেল স্টেশনকে। বাড়ানো হবে যাত্রী সেবা। বাংলাদেশের অন্যান্য শহরের মতো উত্তরাঞ্চলের রংপুর কে সাজানো হবে। রংপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি স্টেশন ঘুরে দেখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, স্টেশন সুপারেন্টেন্ড মোজাম্মেল হকসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply