রানা আহমেদ,নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় মাছ ধরা জাল দেখতে গিয়ে সাহিদা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।বৃস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আচঁড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাহিদা খাতুন (২৮) ওই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
নলডাঙ্গা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,বৃস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে সাহিদা খাতুন মাছ ধরা জাল দেখতে বাড়ির পাশে পুকুরে পানিতে নামে।এসময় অসাধনতাবশত সাহিদার পা পিচলে পুকুরের গভীরে ডুবে নিখোঁজ হয়।পরে তার মৃতদেহ পানিতে ভাঁসতে থাকলে স্থানীয়রা উদ্ধার করে।সাহিদা খাতুন (২৮) দুই সন্তানের জননী।নলড্াঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।
Leave a Reply