বেনাপোল প্রতিনিধিঃ দীর্ঘ সতের দিন মৃত্যের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী মেহেরুল্লার মেয়ে ও ব্যবসায়ী জামশেদ অালী খাঁনের স্ত্রী রুমানা খাঁন। অাজ শনিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন।উল্লেখ্য রুমানা খাঁন গত ১০ই জুলাই ডেঙ্গু অাক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে অাইসিইউতে ভর্তি ছিলেন। রুমানা খাঁনের মৃত্যতে ঢাকাস্থ বেনাপোল সমিতি গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply