রংপুর প্রতিনিধিঃ রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডে রবীন্দ্র প্রতিবাদের শতবর্ষ পালন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রবীণ সাহিত্যিক অধ্যাপক মুহাম্মদ আলীম উদ্দীন। সেমিনারে রবীন্দ্র-কাব্যে দ্রোহী চেতনা বিষয়ে প্রবন্ধ পাঠ করেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভুতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, আলোচক হিসেবে ছিলেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আতাহার আলী খান। সভাপতিত্ব করেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র প্রয়ান দিবসের আহবায়ক তাজুল ইসলাম, বক্তব্য রাখেন ডা: মফিজুল ইসলাম মান্টু। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন স্বপন পাল, মাহনাজ ইসলাম মৈত্রি, তৃপ্তি দত্ত, নজরুল ইসলাম চাঁদ, নীলরতন সরকার, পুস্পজিৎ রায়। নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন এস এম হাবিবুর রহমান, মাহবুবা লাভীন, মাহমুদা চৌধুরী, শাহীনা সুলতানা, ড. নাসিমা আখতার, হাই হাফিজ, হেলেন আরা সিডনি, দেলোয়ার হোসেন রংপুরি, এটিএম মোর্শেদ, মাসুদ বিহঙ্গ, মমতাজুর রহমান বাবু। রবীন্দ্র কবিতা আবৃতি করেন রেজিনা সাফরিন, নিশাত নিগার করবী, আফতাব হোসেন, মামুন উর রশীদ। সঞ্চালনা করেন আফিফা ইশরাত চেতনা
Leave a Reply