রাজশাহী প্রতিনিধিঃ শপথ গ্রহন শেষে আজ সোমবার রাজশাহী আসছেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিকেলে তিনি ট্রেন যোগে ঢাকা থেকে রওনা দেবেন। রাত ৯টার পর তিনি রাজশাহী স্টেশনে পৌঁছাবেন। সেখানে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন বলে জানান গেছে।
এএইচএম খায়রুজ্জামান লিটন শপথ নেয়ার উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর ঢাকায় যান। ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি শপথ গ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। পরে তিনি রাজশাহীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও এর পরের তিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহীর নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রের নেতাদের বৈঠকে অংশ নেন।
গত ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখ ৬৫ হাজার ৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট পান ৭৭ হাজার ৭০০ ভোট।
Leave a Reply